রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক প্রয়াত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ নভেম্বর।। আজ ভোরে কলকাতায় চিকিৎসারত ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে ত্রিপুরায় বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রথিতযশা আইনজীবী-র পাশাপাশি তিনি দক্ষ রাজনীতিবিদ ছিলেন।

পেশাগত দায়িত্ব পালনে তিনি সাফল্য অর্জনের সাথে তাঁর রাজনৈতিক জীবন খুবই বর্ণময় ছিল। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ ত্রিপুরা মন্ত্রিসভার সদস্য এমনকি বিরোধী রাজনৈতিক দলের তরফেও শোক ব্যক্ত করা হয়েছে।

গত কিছুদিন ধরেই কঠিন রোগে ভুগছিলেন অ্যাডভোকেট জেনারেল অরুন কান্তি ভৌমিক। গতকাল তাঁর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় এয়ার এম্বুলেন্সে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু, চিকিৎসক-দের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুর খবর ত্রিপুরায় পৌছাতেই রাজনৈতিক থেকে শুরু করে আইনজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার এক টুইট বার্তায় বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অত্যন্ত সুহৃদয় ব্যক্তি অরুণকান্তি ভৌমিকের প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। ঈশ্বরের কাছে তাঁর আত্মার সদগতি কামনা করি। এই কষ্টদায়ক মুহূর্তে ভগবান তাঁর পরিবারকে দুঃখ সহ্য করার শক্তি প্রদান করুক।

সাংসদ প্রতিমা ভৌমিক গভীর শোক প্রকাশ করে বলেন, রাজ্যের এডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত l  রাজ্য হারালো এক নিষ্ঠাবান, সৎ পরোপকারী মানুষকে l চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি l স্মৃতি মনে করে তিনি বলেন, সেইতো সেদিন অরুণবাবুর অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। ১৯ নভেম্বর তাঁর সাথে শেষ দেখা হয়েছে l

এতো অসুস্থতার মধ্যেও প্রাণচঞ্চল মানুষটির মুখে সেই হাসি, সুস্থ্য হয়ে আবারো পুরো উদ্যমে কাজে যোগ দেওয়ার কথা ছিল l   প্রতিমা ভৌমিক বলেন, ষাটের দশক থেকে আইনি পেশার সাথে যুক্ত ছিলেন তিনিl সদাহাস্যমুখ এই মানুষটি নিজগুণে জায়গা করে নিয়েছিলেন সবার মনে l সর্বজন শ্রদ্ধেয় অরুন দা বড়জলা কেন্দ্র থেকে বিধায়কও নির্বাচিত হয়েছিলেনl  ত্রিপুরা বার এসোসিয়েশন ও হাইকোর্ট বারের সভাপতির মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন তিনিl

প্রতিমা ভৌমিক জানান, ২০১৮ সালে রাজ্যের এডভোকেট জেনারেল পদে দায়িত্বভার গ্রহণ করেন অরুন কান্তি ভৌমিক l ভারতীয় জনতা পার্টির একজন নিষ্টাবান সৈনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ  পদে দায়িত্ব সামলেছেন l বিভিন্ন রাজনৈতিক উত্তাপেও মাথা ঠান্ডা রেখে দলের স্বার্থে কাজ করে গেছেন এবং সঠিক দিশা দেখিয়েছেন l নিজ গুনেই সবার হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল, অতীতের স্মৃতি মনে বলেন ত্রিপুরার সাংসদ l

তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। ঈশ্বর তাদের এই শোক কাটিয়ে উঠার শক্তি দিক, প্রার্থনা করে বলেন তিনিlত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাও অ্যাডভোকেট জেনারেলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন, শিক্ষা তথা আইনমন্ত্রী রতন লাল নাথ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?