কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ নভেম্বর।। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে বিদ্যালয়ের ক্লাসরুম থেকে৷ তাই শিক্ষার গুণগত মানোন্নয়নে বর্তমান সরকার প্রথম থেকেই সক্রিয় ভূমিকা নিয়েছে৷ আজ তেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেয়েদের শিক্ষার বিকাশেও সরকার অধিক গুরুত্ব দিয়েছে৷ এই লক্ষ্যেই সারা রাজ্যে নবম শ্রেণী থেকে সমস্ত ছাত্রছাত্রীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে৷

এবছর রাজ্যে ২৬ হাজার ৫৩০ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হবে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার বিকাশকে রাজ্য সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে৷ এর ফলশ্রতিতেই রাজ্যের প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এন সি ই আর টি পাঠক্রম চালু হয়েছে৷ এজন্য ৩০ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ তিনি বলেন, সারা রাজ্যে একই প্রশপত্রে পরীক্ষা চালু হয়েছে৷

এরফলে শহর ও গ্রামের মধ্যে শিক্ষার মানোন্নয়নে একটা সমতা বজায় থাকবে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রাজ্যে শিক্ষার বিকাশে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন৷ বছর বাঁচাও কর্মসূচি, সুুপার ৩০ প্রকল্প, বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে বিদ্যালয়গুলিকে উন্নীত করা ও ’লক্ষ্য’ প্রকল্প- এ সমস্ত কর্মসূচি রাজ্যের শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায় ও বিধায়ক অতুল দেববর্মা৷ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুরায় দেববর্মা৷ অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার ৪টি বিদ্যালয়ের ১০১ জন ছাত্রীকে বাইসাইকেল তুলে দেওয়া হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?