স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৮ নভেম্বর৷৷ বুধবার সকালে ডি এম ও কালেক্টর সিপাহীজলা জেলা কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চাইল্ড লাইন সে দোস্তি মোবাইল ভ্যান লঞ্চ কর্মসূচি পালন করা হয়৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক ডাক্তার চন্দ্রানী বিশ্বাস এবং অ্যাডিশনাল এসপি সহ অন্যান্য অতিথিরা৷
মোবাইল ভ্যান লঞ্চ কর্মসূচি অনুষ্ঠানে ডাক্তার চন্দ্রানী বিশ্বাস বলেন বাল্যবিবাহের বাল্য নির্যাতন নিষিদ্ধকরণ, শিশু অধিকার, অত্যাচারিত শিশু, ঘর পালানো শিশু, চিকিৎসা প্রার্থী শিশু, হারিয়ে যাওয়া শিশুদের যত্ন ও সুরক্ষা প্রদানের জন্য সিপাহীজলা জেলা এবং চাইল্ড লাইন পাশে আছে এবং থাকবে৷
তাছাড়াও দুদিন ধরে চলবে জেলাজুড়ে চাইল্ড লাইন সে দোস্তি মোবাইল ভ্যান করে প্রদত্ত পরিষেবাদি সম্পর্কিত অডিও বার্তা প্রদর্শন এবং ঘোষণা করবেন৷ ঐদিন অনুষ্ঠানে শিশু, সাধারণ মানুষ এবং অভিভাবকদের উপস্থিতি ছিলো লক্ষ্য করার মতো৷