শহীদ বিএসএফ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ নভেম্বর৷৷  সম্প্রতি কাশ্মীরের কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে  জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহীদ হন রাজ্যের বীর সন্তান সুদীপ সরকার৷ বুধবার রাজ্যের বীর সন্তান শহিদ সুদিপ সরকারের ধলেশ্বর ১৮ নং রোডস্থিত বাড়িতে যান সাংসদ প্রতিমা ভৌমিক৷

সাথে ছিলেন সদর মহকুমার মহকুমা শাসক অসিম সাহা সহ অন্যান্যরা৷ শহিদ জওয়ানের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ শহিদ জওয়ানের পরিবার পরিজনদের সমবেদনা জানান তিনি৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক শহিদ জওয়ানের মা ও স্ত্রীর হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন সাংসদ প্রতিমা ভৌমিক৷

পরে তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে কোন মৃত্যু কষ্ট দেয়৷ কিন্তু শহিদের মৃত্যু যেমন কষ্ট দায়ক, তেমনি গর্বের বিষয়৷ সুদিপ সরকার দেশকে রক্ষা করতে গিয়ে আত্মবলিদান করেছে৷ শহিদ জওয়ানের পরিবারের জন্য গর্ববোদ করছে রাজ্যবাসি৷ শহিদ সুদিপ সরকার নতুন প্রজন্মের কাছে প্রেরনা৷ আগামি প্রজন্মের ছেলেরা দেশ রক্ষায় এগিয়ে আসবে৷

তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে শহিদ সুদিপ সরকারের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দিয়েছিলেন৷ সেই মোতাবেক এইদিন মহকুমা শাসকের উপস্থিতিতে শহিদ সুদিপ সরকারের মায়ের হাতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও স্ত্রীর হাতে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?