স্টাফ রিপোর্টার, গুয়াহাটি, ১৮ নভেম্বর।। গুয়াহাটি বিমান বন্দরের কাছে বেশ কয়েকদিন ধরেই সেনার পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল কয়েকজন তরুণ। তাদের সন্দেহজনক গতিবিধির কথা জেনে ছিল পুলিশ। এর পরেই তদন্তে নেমে পুলিশ ওই ১১ জনকে গ্রেফতার করে।
ধৃতরা সেনার পোশাক গায়ে দিলেও তাদের কাছে সেনাবাহিনীর কোনও পরিচয় পত্র ছিল না। ওই তরুণদের উদ্দেশ্য কী ছিল তা জানতে জেরা চলছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে থাকা এলাকায় অভিযুক্তরা সেনাবাহিনীর পোশাক পড়ে কীভাবে ঢুকলো তা খতিয়ে দেখছে পুলিশ। গুয়াহাটি পুলিশ জানিয়েছে, প্রথমে সেনা পোশাক পরা চার জনকে ধরা হয়।
তাদের জেরা করে আরও সাতজনের হদিশ মেলে। তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কারও কাছেই কোনও অস্ত্র মেলেনি। গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার দেবরাজ উপাধ্যায় বুধবার বলেন, আমরা ১১ জন নকল সেনাকে গ্রেফতার করেছি। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা এক মাস ধরে গুয়াহাটি এলাকায় রয়েছে।
ধৃতরা কেউই ভারতীয় সেনার সদস্য নয়। তারা বেআইনিভাবে সেনার পোশাক পরে ঘুরছিল। এর পিছনে কোন ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ধীমান গোস্বামী নামে একজন অন্যদের ভুয়ো নিয়োগপত্র দিয়ে নিরাপত্তা সংস্থার কাজে নিযুক্ত করেছিল।
তবে তাদের কাছ থেকে কোনও অস্ত্র মেলেনি। তারা যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখানে নিয়োগের কিছু ভুয়ো নথিপত্র উদ্ধার হয়েছে মাত্র। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনীকে ধৃতদের বিষয়ে সব তথ্য জানিয়েছে গুয়াহাটি পুলিশ।