অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। গুজরাতে ভদোদরার কাছে ভয়াবহ ট্রাক দুর্ঘটনার বলি ১১ জন। বুধবার কাক ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১এই ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা ১৭ ৷ তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক৷ তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকজ্ঞাপন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিরও। বদোদরার ডেপুটি পুলিশ সুপার করণরাজ বাঘেলা জানিয়েছেন, বুধবার ভোরে একটি মিনি ট্রাক একটি বড়ো ট্রাককে গিয়ে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে শহর থেকে দূরে ওয়াগোদিয়া সার্কেলের কাছে।
দুর্ঘটনা কবলিতরা পঞ্চমহল জেলায় যাচ্ছিলেন। সুরাত থেকে তাঁরা ট্রাকে উঠেছিলেন৷ প্রচণ্ড জোরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি থেকে রাস্তায় ছিটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের৷
মৃতদের মধ্যে আছেন পাঁচজন মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ এরপর অসুস্থদের স্থানীয় সিভিল লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর দ্রুত আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া দেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও। সেই সঙ্গে আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসনের তরফে।