অনলাইন ডেস্ক, ১৮ নভেম্বর।। দেশে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গত দু’দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের আশেপাশে। রাতারাতি লম্বা লাই দিয়ে তা বুধবার পৌঁছে গেল ৩৯ হাজারের কাছাকাছি। ফলে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৮৯ লক্ষের গণ্ডি। তবে, এদিন আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে করোনাজয়ীর সংখ্যা।
বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ২৯ হাজার ১৬৪। অর্থাৎ আক্রান্তের সংখ্যআ বাড়ল প্রায় ৯ হাজার। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৮ জন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪৯ জনের।
দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২ জনের। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৮ জনের। তালিকায় শীর্ষে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৯৯ জনের। স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৪০ হাজার ৭৯১। দেশে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।
সুস্থতার হার বেড়ে ৯৩.৫২ শতাংশ। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৮০৫ জন। আইসিএমআর সূত্রে খবর, ১৭ নভেম্বর পর্যন্ত দেশে ১২ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৩৭ হাজার ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।