স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। মঙ্গলবার থেকে রাজধানীর দুর্গা বাড়ীতে শুরু হয়েছে কাত্যায়নী পুজা। এদিন প্রথম দিবসের পুজা হয় নিয়ম মেনে। বুধবার হবে দ্বিতীয় দিবসের পুজা।
বৃহস্পতিবার হবে তৃতীয় দিবসের পুজা। শুক্রবার হবে দশমী। দাপর যুগ থেকে মহারাজ পরিক্ষীৎ কাত্যায়ন ঋষির আদেশে এই পুজার শুরু করেন। তখন থেকেই এই পুজার প্রচলন বলে জানান দুর্গা বাড়ীর প্রধান পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য।
এই পুজায় দর্শনার্থীদের জন্য নিয়ম নীতি আগের মতই রয়েছে। কেবল মন্দিরে দূর থেকে প্রনাম করে যেতে পারবেন দর্শনার্থীরা। কোন প্রসাদ ও অঞ্চলি দিতে পারবেন না বলে জানান তিনি। রাজধানীর দুর্গা বাড়ীতে নিয়ম মেনে নিষ্ঠা ভরে চলছে পূজার্চনা।