স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। রাজ্যের বাজারে আসতে শুরু করেছে শিতের সুস্বাদু রসালো ফল কমলা। তবে এই বছর বাজারে জম্পুই-র কমলার যোগান একেবারে কম। বাজার ছেয়ে গেছে নাগপুরের কমলায়।
কমলা বিক্রেতারা জানান বর্তমানে বাজারের বেশিরভাগ নাগপুরের কমলা। অন্যান্য বছর জম্পুই-র পাশাপাশি মিজোরাম থেকেও কমলা বাজারে আসতো। কিন্তু এই বছর মিজোরামের কমলা আসছে না। ফলে বাজারে যে সকল কমলা রয়েছে তার দাম কিছুটা বেশি। জম্পুই থেকে অল্প কিছু কমলা বাজারে এসেছে। ফলে মানুষ বাধ্য হয়ে নাগপুরের কমলা ক্রয় করছে।
তবে মিজোরামের কমলা বাজারে আসলে বাজারে কমলার দাম কিছুটা হ্রাস পেতে পারে বলে অভিমত কমলা বিক্রেতাদের। তারা আরও জানায় জম্পুইর কমলার বিকল্প নেই। কিন্তু জম্পুই-এ আগের ন্যায় কমলার ফলন হয়না। বিগত কয়েকবছর ধরে কয়েক গাড়ি কমলা জম্পুই থেকে আগরতলার বাজারে আসে। যা চাহিদার তুলনায় খুবই কম।
ফলে মিজোরাম ও নাগপুরের কমলা দিয়ে বাজারে কমলার যোগান স্বাভাবিক রাখা হয়। কিন্তু এই বছর মিজোরাম থেকে কমলা না আসায় নাগপুরের কমলা বাজারে বেশি। দামও কিছুটা বেশি। সাইজ অনুযায়ী ৪০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে ৪ টি কমলা।