স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ নভেম্বর।। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল। আর এই হাসপাতালে রাজ্যের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক পরিদর্শনে গিয়ে কখনো হাসপাতালে এম এস –কে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন রাজ্যের স্বাস্হ্য পরিষেবার উন্নয়ন হয়েছে আবার কখনো মুখ্যমন্ত্রী মঞ্চে দাড়িয়ে বলছেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হাসপাতালগুলির পরিষেবার মান শিখরে গিয়ে পৌছেছে।
ফলে রাজ্যের মানুষকে এখন আর বহিরাজ্যে যেতে হয় না। বাস্তবে রাজ্যের যেসব রোগী এবং রোগী পরিজনেরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল মুখি হচ্ছে তখন পরিষেবার করুন চিত্র আর আড়াল হচ্ছে না বলাই বাহুল্য।
উল্লেখ্য, বিগত ১৫ দিন ধরে বন্ধ জিবি হাসপাতালে ইসিজি বিভাগ। টেকনিশিয়ান মনিকা সরকার দুর্ঘটনা পড়ে ১৫ দিন ধরে রোগীদের পরিষেবা বন্ধ হয়ে আছে। বর্তমানে ছুটিতে আছেন। উনার অবর্তমানে দায়িত্ব মোকাবিলা করার কেউ নেই। জানা যায় মাথা ও নার্ভের পরীক্ষা করা হয় এই বিভাগে। টেকনিশিয়ান না আসায় এতদিন ধরে বন্ধ হয়ে আছে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা।
রোগীরা আসলে তারিখের পর তারিখ প্রদান করা হচ্ছে। ফলে যেসব রোগী পক্ষের মোটা অর্থ রয়েছে তারা বেসরকারি পরিষেবার দিকে হাঁটছেন। আর যাদের আর্থিক ক্ষমতা দুর্বল সেইসব রোগীরা হাসপাতাল মুখি হতে হতেই জুতো ছিড়ে ফেলছেন। ফলে রোগীদের পক্ষ থেকে বিকল্প টেকনিশিয়ান দেওয়ার দাবি উঠেছে।
ইসিজি বিভাগের এক স্বাস্হ্যকর্মী জানান সুস্থ হয়ে ফিরে এলেই চালু হবে পরীক্ষা নিরীক্ষা। একইভাবে ডাইলোসিসের পরিষেবা অভিযোগ উঠতে শুরু করেছে। রোগীদের ডায়ালেসিস করতে এসে ৩ থেকে ৪ হাজার টাকার মতো ঔষধ বাইরে থেকে ক্রয় করতে হচ্ছে। কোন ধরনের ঔষধ হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে না বলে জানান রোগী ও রোগীর পরিজনেরা।