অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। বারাক ওবামারও শৈশব কেটেছে রামায়ণ ও মহাভারত শুনে। সম্প্রতি প্রকাশিত বই ‘অ্যা প্রমিজড ল্যান্ড’-এ এমনই দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ২০১০-এর আগে ভারতে কখনও না আসলেও এদেশের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছেন তিনি। ‘সারা পৃথিবীর ছ’ ভাগের এক ভাগ জনসংখ্যা। সাতশোরও বেশি ভাষা রয়েছে। তবুও তা এক এবং অটুট।’ ভারতের সম্পর্কে এমনই লিখেছেন তিনি।
বইয়ে তিনি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ২০১০-এ প্রথমবারের জন্য ভারতে এসেছিলেন। কিন্তু তার অনেক আগে থেকেই কল্পনার জগতে তিনি ভারতকে দেখতে পেতেন। এখানেই তিনি লিখেছেন, ‘‘সম্ভবত এর কারণ, আমি আমার শৈশবের কিছুটা সময় ইন্দোনেশিয়ায় রামায়ণ ও মহাভারত মহাকাব্য শুনেছি।
আমার প্রাচীন ধর্মগুলি সম্পর্কে তখন থেকেই একটা কৌতুহল ছিল। আমার মনে আছে, কলেজের বন্ধুদের মধ্যে যারা বেশ কয়েকজন ভারতীয় ও পাকিস্তানি ছিল। তারাই আমাকে ডাল আর কিমা রান্না করতে শিখিয়েছিল। বলিউডের সিনেমার প্রতি টান জন্মেছিল সেইসময়।’’
ভারত ও এদেশের রাজনীতি সম্পর্কে তাঁর ধারণা এবং মতভেদ, সমস্তটাই বারাক ওবামা উল্লেখ করেছেন ‘অ্যা প্রমিজড ল্যান্ড’ বইটিতে। তবে সবমিলিয়ে ভারতকে তিনি ‘একটা প্রতিশুত্রিবদ্ধ ভূমি’ হিসাবেই মান্যতা দিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর লেখা বইটি খুব কম সময়ে প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে।