অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর।। বঙ্গোপসাগরে শুরু হল মালাবার মহড়ার ২৪তম সংস্করণ ‘মালাবার ২০২০’-এর দ্বিতীয় পর্যায়। তিনদিন ধরে চলা এই মহড়ার মূল আকর্ষণ ভারত ও আমেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ও ইউএসএস নিমিৎজ।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি দেশ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া এই মহড়ায় অংশ নিয়েছে। ভারত-চিনের চাপা সংঘাতের আবহে এই মহড়াকে নতুন মাত্রা দিয়েছে অস্ট্রেলিয়ার যোগদান।
দীর্ঘ ১৩ বছর পর মালাবার গোষ্ঠীতে ফিরে এল অস্ট্রেলিয়া। এর ফলে বড় ধাক্কা খেয়েছে চিন বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ। মহড়ার দ্বিতীয় পর্যায়ের মূল চমক হচ্ছে ভারত ও আমেরিকার যুদ্ধবিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য ও ইউএসএস নিমিৎজের মধ্যে তালমিল।
এই দুটি রণতরীর ক্যারিয়ার থেকে ডানা মেলবে ভারতের মিগ-২৯কে, আমেরিকার এফ-১৮ ও ইটুসি হকিএস বিমানগুলি। ১৯৯২ থেকে সমুদ্র সুরক্ষার লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আমেরিকার সঙ্গে যৌথ নৌ মহড়া শুরু করেছিল ভারত।
২০১৫ সালে মালাবার মহড়ায় যুক্ত হয়েছিল জাপানের নৌবাহিনীও। চলতি মাসের শুরুতে টোকিওতে চার দেশের বিদেশমন্ত্রী আলোচনা সভায় যোগ দেন। সেখানেই অস্ট্রেলিয়াকে মালাবার নৌ অন্তর্ভুক্ত করা হয়। এবার চিনের উদ্বেগ বাড়িয়ে বঙ্গোপসাগরে শুরু হল মালাবার মহড়ার দ্বিতীয় পর্যায়। ১৭ নভেম্বর থেকে এই মহড়া চলবে ২০ নভেম্বর পর্যন্ত।