স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ নভেম্বর।।সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০ শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রি আবাসের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক, মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, টিটিএডিসি-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বি দেববর্মা, উপজাতি কল্যাণ দপ্তরের সচিব তনুশ্রী দেববর্মা, পশ্চিম জেলার জেলা শাসক শৈলেস কুম্মার যাদব সহ অন্যান্যরা। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।
পরে ফলক উন্মোচন করে ১০০ শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রি আবাসের শিলান্যাস করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অনুষ্ঠানে উপজাতি ছাত্র-ছাত্রিদের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। ছাত্রি আবাসের শীলন্যাসের পর সাংসদ প্রতিমা ভৌমিক বলেন প্রত্যন্ত এলাকা থেকে কোন উপজাতি ছাত্রি যখন মহিলা মহাবিদ্যালয়ে পড়তে আসে তখন তাদের ঘর ভাড়া করে থাকতে হয়। এতে তাদের অনেক সমস্যায় পড়তে হয়।
অনেক সময় আর্থিক সমস্যার কারনে অনেক ছাত্রি আগরতলা শহরে পড়তে আসতে পারে না। তাই ১৮ মাসের মধ্যে এই ছাত্রি আবাস নির্মাণের জন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে। ৪ কোটি টাকা ব্যয় করে এই ছাত্রি আবাস নির্মাণ করা হবে। সাংসদ প্রতিমা ভৌমিক ধন্যবাদ জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
কারন প্রধানমন্ত্রী রাজ্যে তিনটি ছাত্র-ছাত্রি আবাস তৈরি করার জন্য অর্থ মঞ্জুর করেছেন। অপরদিকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়াও সরকারকে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য। তিনিও সাংসদ প্রতিমা ভৌমিকের বক্তব্যের সাথে সহমত ব্যক্ত করেন।