স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ নভেম্বর।। সেনাবাহিনী থেকে রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে এলবার্ট এক্কা পার্কে কোন স্মৃতিসৌধ বানাতে যুদ্ধের সময় ব্যবহৃত শহরের বুকে থাকা ঐতিহ্যবাহী কামান রাখার জন্য। এতদিন কামান চৌমুহনীতে থাকা কামান অনেকেরই নজরে আসতো না।
একই সঙ্গে ছিলনা কোন কৌতুহল। পাশাপাশি পোষ্ট অফিস চৌমুহনী স্থিত কামান ও ট্যাঙ্ক এখন লিচুবাগান স্থিত এলবার্ট এক্কা পার্কে সেই ঐতিহ্যবাহী কামান রাখা হয়েছে। ওয়ার মেমোরিয়াল হিসেবে এই পার্ক টিকে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম এই বিষয়ে অবগত হতে পারবে।
এক্ষেত্রে সেনাদের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এই বছরের দীপাবলিতে আহ্বান জানান- এক দিয়া জওয়ানকে নাম। সেই জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এলবার্ট এক্কা পার্কে ঐতিহ্যবাহী কামানকে স্থানান্তর করা হয়েছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক।