স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ নভেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন চন্দননগরের নির্যাতিতা এক গৃহবধূ বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। নির্যাতিত গৃহবধূ অভিযোগ করেছেন তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা।
এ ব্যাপারে তিনি আগরতলা পশ্চিম মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।কিন্তু এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে তিনি অভিযোগ করেছেন।
নির্যাতিত গৃহবধূ আরো জানান গৃহবধূর বাপের বাড়ি থেকে ৫ লক্ষ টাকা পণ মিটিয়ে দেওয়া হয়েছিল।কিন্তু তারপরও বাপের বাড়ি থেকে আরো টাকা পয়সা এনে দেওয়ার জন্য গৃহবধূর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়। বর্তমানে তার একটি সন্তান রয়েছে।
চাহিদা মতো টাকা এনে দিতে না পারায় তাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।শেষ পর্যন্ত বাধ্য হয়েই গৃহবধু তার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন।গৃহবধূর আরো অভিযোগ আইনে কোন সমস্যার সমাধান না হওয়ার আগেই তার স্বামী অপর এক যুবতীকে বিয়ে করে ফেলেছে। এ বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি। কিন্তু পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ।
অবিলম্বে অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছেন নির্যাতিতা এবং প্রতারিত ওই গৃহবধূ। ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।