ট্রাম্পের সমর্থনে রাস্তায় নেমেছেন হাজার-হাজার মানুষ

অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর।। ট্রাম্পের সমর্থনে রাস্তায় নেমেছেন হাজার-হাজার মানুষ। ওয়াশিংটন ডিসিতে শনিবার বিকেলে তারা সুপ্রিম কোর্ট অভিমুখে বিশাল র‌্যালি বের করেন।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা পতাকা হাতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

এর মধ্যে বিতর্কিত ‘প্রাউড বয়জের’ মতো ডানপন্থী গ্রুপের সদস্যদের অগ্রাধিকার দেখা গেছে। ১০ জনের মতো গ্রেপ্তার হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গলফ কোর্সে যাওয়ার সময় মিছিল অতিক্রম করেন। কিছুক্ষণ থেমে হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন। বিবিসি জানিয়েছে, ১৪ নভেম্বর শনিবার সকাল থেকেই ওয়াশিংটন ডিসির রাজপথে লোক জমতে শুরু করে।

‘দ্য স্টিল’, ‘উই আর চ্যাম্পিয়ন’, ‘ফোর মোর ইয়ারস’, ‘বেস্ট প্রেসিডেন্ট এভার’ প্রভৃতি স্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে লোকজনের সমাবেশ ঘটতে থাকে। হোয়াইট হাউসের কাছেই ফ্রিডম প্লাজায় লোকজন প্রথম জড়ো হয়। পরে শোভাযাত্রা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। ভোট গণনার পর এখনো পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ও তার সমর্থকেরা এখনো মনে করছেন, ভোট কারচুপি হয়েছে।

অসংখ্য মামলা করলেও এখন পর্যন্ত ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো মামলা ট্রাম্প শিবির থেকে আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি। ট্রাম্প প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?