অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। সুরের জগতের এক উজ্জ্বল তারকা লাকি আলি। তাঁর প্রথম অ্যালবাম ছিলো, ‘সুনো’। এই অ্যালবামের জন্য তিনি শ্রেষ্ঠ পপ গায়ক পুরস্কার পান ১৯৯৬ সালে। এই সময় থেকে ২০০৩ সাল পর্যন্ত যুব সমাজের মন কেড়েছিল লাকি আলির পপ গান। তারপর হঠাৎ পাঁচ বছরের জন্য গায়েব হয়ে যান তিনি। এর পর ২০০৯-তে আবার ফিরে এসেছিলেন নিজের নতুন গানের অ্যালবাম ‘জুয়ি’ নিয়ে।
তারপর কোথায় গেলেন তিনি? সব কিছু অনায়াসে ছেড়ে দিয়ে নিজের গিটারকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন নিউজিল্যান্ড। সেখানে চাষবাস আর মাঝে মধ্যে টুং টাং করেই দিন কাটাতে থাকেন। অনেক অনুরোধেও তাঁকে আর কোনও শো করতে বা মিউজিক অ্যালবাম বার করতে দেখা যায়নি।
অথচ একটা সময় বলিউডের সিনেমায় তাঁর গান মানেই জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এভাবে কেন হারিয়ে গেলেন তিনি? একাধিক প্রশ্ন উঠেছে। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা গিয়েছে মাথায় সাদা টুপি, পরনে পাঠান পোশাক ও হাতে গিটার নিয়ে রয়েছে লাকি আলি। তিনি গাইছেন তাঁর জনপ্রিয় গান, ‘ও সনম’। তবে গাইতে গিয়ে তাল কেটে যাচ্ছে তাঁর।
টানতে পারছেন না গলা। নিজেই হেসে ফেলছেন। বয়সের ভারে ক্লান্ত তিনি। নাকি অভাবে? এই ভিডিও দেখা মাত্রই সকলে শেয়ার করতে শুরু করেছেন। তাঁর ফ্যানেরা আজও যে তাঁকে কতটা ভালোবাসে এই ট্যুইট ঝড় দেখলেই তা বোঝা যায়। সঙ্গে তাঁর এই অবস্থা দেখে অনুগামীরা দুঃখ প্রকাশ করেছেন।