অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। দীপাবলির আবহেই সীমান্তে চলছে পাক সেনার সঙ্গে সংঘর্ষ। শুক্রবারই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাক-সেনা।
ভারতীয় সেনার পাল্টা জবাবে এখনও পর্যন্ত ১১ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। উরি এবং গুরেজ সেক্টরে দু’দেশের মধ্যে গোলাগুলিতে ভারতের ৫ নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন সেনার জওয়ান এবং একজন বিএসএফের সাব ইন্সপেক্টর।
পাশাপাশি ভারতের ৩ সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। উরি সেক্টরে দু’জন এবং গুরেজ সেক্টরে এক নাগরিকের প্রাণ গিয়েছে। সূত্রের খবর, দিওয়ালির আগে অশান্তি পাকানোর লক্ষ্যে এবং জঙ্গিদের অনুপ্রবেশের মদত দিতে শুক্রবার দিনভর সীমান্তের ওপার থেকে শেলিং করা হয়, মর্টার ছোঁড়া হয়। পাক সেনার এই আচরণের যোগ্য জবাব দিয়েছে ভারত।
তাতে এখনও পর্যন্ত ১১ জন পাক সেনার প্রাণ গিয়েছে। ১৬ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যেও কারও কারও অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি বেগতিক বুঝে উদ্বিগ্ন ইসলামাবাদ পাকিস্তানে ভারতের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে। পাকিস্তানের দাবি, ভারতই নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।