নতুন তিনটি ম্যাক ল্যাপটপ বাজারে এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। নতুন তিনটি ম্যাক ল্যাপটপ বাজারে এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘ম্যাকবুক এয়ার’, ‘ম্যাকবুক প্রো’ ও ‘ম্যাক মিনি’ শিরোনামের এই ল্যাপটপগুলো ১৭ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

১০ নভেম্বর ‘ওয়ান মোর থিং’ আয়োজনের মাধ্যমে এমন ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের খবর, নতুন এই ৩ ম্যাক পণ্যে প্রথমবারের মতো  নিজস্ব ‘এম১ প্রসেসর’ ব্যবহার করেছে অ্যাপল।

১৩.৩ ইঞ্চির ‘ম্যাকবুক এয়ার’-এ থাকছে ১৬ জিবি  র‌্যাম ও স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা। আগের সংস্করণের চেয়ে ৯ গুণ বেশি গতিসম্পন্ন এই ম্যাকের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। ম্যাকবুক প্রোর চেয়ে ৫ গুণ বেশি গতির ১৩.৩ ইঞ্চি ‘ম্যাকবুক প্রো’র দাম রাখা হয়েছে এক হাজার ২৯৯ মার্কিন ডলার।

আর এম১ প্রসেসর-সম্পন্ন ‘ম্যাক মিনি’র দাম নির্ধারণ করা হয়েছে ৬৯৯ মার্কিন ডলার। নতুন এই পণ্যগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে এরই মধ্যে।অ্যাপল ইনকরপোরেটেড বিখ্যাত মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন মিলে অ্যাপল গঠন করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?