ব্যাট-বল আবার সরিয়ে রেখে তিনি এবার নেমে পড়লেন মুরগি পালনে

অনলাইন ডেস্ক, ১৪ নভেম্বর।। আইপিএলে এবার তাঁর দল চেন্নাই সুপার কিংস গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। তবে তা নিয়ে মহেন্দ্র সিং ধোনি যে আদৌ চিন্তিত নন, তা ফের প্রমাণ করলেন। ব্যাট-বল আবার সরিয়ে রেখে তিনি এবার নেমে পড়লেন মুরগি পালনে।

করোনা অতিমারির সময় পরিবার নিয়ে তিনি সময় কাটাচ্ছিলেন নিজের ফার্ম হাউজে। সেখানে নানা ধরনের সবজি উৎপাদনের সঙ্গে তিনি যে মুরগি পালনও করছিলেন, সেটা কারও জানা ছিল না। সম্প্রতি মধ্য প্রদেশের জাবুয়া জেলা থেকে তিনি ২০০০ কালো মুরগি চেয়ে পাঠিয়েছেন নিজের পোলট্রির জন্য।

আর তখনই সামনে এসে পড়ে ধোনির এই নতুন শখ। মধ্য প্রদেশেই এই বিশেষ ধরনের মুরগি পালন করা হয়ে থাকে। যাদের বলা হয় কড়কনাথ চিকেন। মধ্য প্রদেশের এক উপজাতি সম্প্রদায়ের কৃষক বিনোদ মেন্ডা ধোনিকে ওই মুরগি সরবরাহ করবেন বলে জানিয়েছেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে সেই মুরগি চলে আসবে প্রাক্তন ভারত অধিনায়কের পোলট্রিতে।

জাবুয়া জেলার কড়কনাথ মুরগি রিসার্চ সেন্টারের আধিকারিক আইএস টোমার জানিয়েছেন, এক বন্ধুর মাধ্যমে ওই কৃষক বিনোদের সঙ্গে পরিচয় হয় ধোনির। কিন্তু সেই সময় এতগুলি মুরগি দেওয়ার অবস্থা ছিল না তাঁর। ধোনি তাঁকে সময় নিয়ে মুরগি সরবরাহ করার পরামর্শ দেন।

সম্প্রতি মাহির বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন ওই কৃষক। জানিয়ে দেন, ২০০০ কালো মুরগি তিনি পাঠাতে পারবেন ঝাড়খণ্ডে ধোনির পোলট্রিতে। তার পরেই শুরু হয়ে যায় ব্যস্ততা। কিন্তু এই ধরনের মুরগির প্রতি ধোনির আগ্রহ এত বেশি কেন? শোনা গিয়েছে, এই কালো মুরগির মাংস সম্পূর্ণ ভাবে ফ্যাট এবং কোলেস্টেরল বর্জিত। তাছাড়া এর রক্তও স্বাস্থ্যের পক্ষে উপকারী। স্বাদও দারুণ। তাই ধোনি আর লোভ সামলাতে পারেননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?