ওয়েব নিউজ পোর্টাল-কেও স্বীকৃতি দিল কেন্দ্র সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ নভেম্বর।। ওয়েব নিউজ পোর্টাল-কেও স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। বিভিন্ন অনলাইন সংবাদপত্র এবং প্রতিবেদন বা নিউজভিত্তিক সংবাদ ওয়েবসাইটকে নিউজ পোর্টাল হিসেবে ধরা হয়। এখানে দর্শক নিজের মোবাইলে বা সিস্টেমে ওয়েবসাইট খুলে নানাবিধ সংবাদ এবং তথ্যভিত্তিক প্রতিবেদন পড়তে এবং দেখতে পারে।

এতদিন, ভারতের ওয়েব নিউজ পোর্টাল-গুলির কোন সরকারি স্বীকৃতি ছিল না। বুধবার কেন্দ্রীয় সরকার একটি নির্দেশ জারি করে ডিজিটাল বা অনলাইন মিডিয়া, চলচ্চিত্র এবং অডিও- ভিজ্যুয়াল প্রোগ্রাম সংবাদ এবং বর্তমান বিষয়গুলিকে; তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে নিয়ে এল।

বর্তমানে ডিজিটাল বিষয়গুলি নিয়ে কোনও আইন বা স্বায়ত্তশাসিত সংস্থা ছিল না। বুধবার গেজেট নোটিফিকেশনে এই নির্দেশ ঘোষণা করা হয়। নির্দেশে বলা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকরের নেতৃত্বে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মন্ত্রকের অধীনে অনলাইন চলচ্চিত্র, ডিজিটাল সংবাদ এবং অন্যান্য বিষয়গুলি অন্তর্ভুক্ত করার আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। অর্থাৎ সমস্ত অনলাইন নিউজ পোর্টাল এখন এল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে।

বর্তমানে, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া; প্রিন্ট মিডিয়াগুলির তত্ত্বাবধান করে। নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ) নিউজ চ্যানেলগুলির দায়িত্বে আছে। ভারতের বিজ্ঞাপনী স্ট্যান্ডার্ড কাউন্সিল মিডিয়ায় বিজ্ঞাপনের কাজ দেখভাল করে। এই নির্দেশে অনলাইন ফিল্ম সাইট ও অন্যান্য অনলাইন সংস্থাগুলিও আসবে। ২০১৯ সালেই, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেছিলেন যে; মিডিয়ার স্বাধীনতা রোধ করতে পারে এমন কোনও পদক্ষেপ মোদী সরকার নেবে না।

তবে, তিনি বলেছিলেন যে অনলাইন নিউজেও একপ্রকার নিয়ন্ত্রণ থাকা উচিত যা প্রিন্ট এবং বৈদ্যুতিন মিডিয়া এবং ফিল্মগুলির জন্যও রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ মাধ্যমে পরিবর্তন ঘটে গিয়েছে। সংবাদপত্র, টিভি চ্যালেনগুলিকে টেক্কা দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে দেশের হাজার-হাজার নিউজ পোর্টাল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?