ফুটবলে সচরাচর এমনটা দেখা যায় না, যা দেখলেন ফুটবলপ্রেমীরা

অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । ফুটবলে সচরাচর এমনটা দেখা যায় না, যা রবিবার রাতে দেখলেন ফুটবলপ্রেমীরা। নিজেদের ঘরের মাঠে ভ্যালেন্সিয়া ৪-১ গোলে হারাল গতবারের লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। তার চেয়েও বড় ব্যাপার, ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড কার্লোস সোলের হ্যাটট্রিক করলেন পেনাল্টি থেকে তিনটি গোল করে! ম্যাচের ২৩ মিনিটেকরিম বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তখনও বোঝা যায়নি, অনেক নাটকীয় উপাদান মজুত রয়েছে।

যে ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল ৩৫ মিনিট থেকে। পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরালেন সোলের। পরের দুটি গোল এল তাঁর পা থেকে ৫৪ এবং ৬৩ মিনিটে, এবং সেই দুটিও পেনাল্টি থেকে! তার আগেই রিয়াল শিবিরে বড় বিপদ ডেকে আনেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারান। বিরতির আগে তাঁর আত্মঘাতী গোল রিয়ালকে বিপদের খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরিসংখ্যান বলছে, নতুন ভাবে দায়িত্ব নেওয়ার পরে জিদানের দলের ডিফেন্স সবচেয়ে বাজে ফুটবল খেলেছে।

প্রতি ম্যাচে গোলের শতকরা হার দাঁড়িয়েছে ১.৪৫। এবং শুধু এবারের লা লিগা বলেই নয়, চ্যাম্পিয়ন্স লিগেও আশাব্যঞ্জক ফুটবল খেলে উঠতে পারেনি রিয়াল। সঙ্গত কারণে প্রশ্ন উঠছে, এত দ্রুত দলের তাল কাটল কী কারণে?রবিবার ম্যাচের পরে বিধ্বস্ত রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান জানিয়েছেন, দলের ফুটবল ছিল আগাগোড়া ভুলে ভরা। তিনি বলেছেন, “প্রথম আধ ঘণ্টা বাদ দিলে বাকি সময়ে আমার দল কী ফুটবল খেলেছে, সেটা আমার কাছেও স্পষ্ট নয়।

৩৫ মিনিটে প্রথম পেনাল্টির পর থেকেই সব কিছু আমাদের বিরুদ্ধে চলে গেল। তিনটে পেনাল্টি, একটা আত্মঘাতী গোল! আমার পক্ষে বিষয়টা বুঝে ওঠা সত্যিই খুব কঠিন হয়ে পড়ছে।” যোগ করেছেন, “এই ধরনের হারের পরে আত্মপক্ষ সমর্থনের কোনও জায়গা থাকে না। আমি সে পথে হাঁটতেও চাই না। কোনও দলের মাথা যদি এভাবে ঝুঁকে পড়ে, তবে তাকে চাঙ্গা করে তোলা খুব দুরূহ ব্যাপার। দেখতে হবে, কোথায়, কেন এই ভুল হল।” স্পেনীয় মিডিয়ার খবর, ম্যান ইউ মিডফিল্ডার পল পোগবা খুব সম্ভবত নতুন বছরের জানুয়ারিা মাসে দ্বিতীয় টান্সফার উইন্ডো খুললে যোগ দিতে পারেন রিয়ালে।

কিন্তু তা নিয়ে এখনই জিদান কিছু ভাবতে চান না। তিনি বলেছেন, “কে আসবে অথবা কর্তারা কাকে এই দলে নতুন করে নিয়ে আসবেন, তা নিয়ে আমি চিন্তা করতে চাই না। আমাকে যত দ্রুত সম্ভব, এই কঠিন সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?