অনলাইন ডেস্ক, ৯ নভেম্বর। । নির্বাচনের আগে তিনি বলেছিলেন, হারলেও সহজে ক্ষমতা ছাড়বেন না। ভোট গণনার সময় ভোটে কারচুপির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছিলেন। শনিবার ফলাফল প্রকাশ হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। প্রতিপক্ষ জো বাইডেনের কাছে হেরে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু এখনও ক্ষমতা ছাড়তে নারাজ ট্রাম্প। রবিবারও একাধিক টুইটে তিনি অভিযোগ করেছেন, আমেরিকার ভোটে চুরি হয়েছে। ডেমক্র্যাটদের উদ্দেশ্য করে বলেছেন, ‘আমি মনে করি এরা চোর। যন্ত্রগুলিতে কারচুপি করা হয়েছে। এটা চুরির নির্বাচন। চুরি হয়েছে বলেও কিছু রাজ্যে বারাক ওবামাকেও ছাড়িয়ে গিয়েছেন বাইডেন’।
এই যখন পরিস্থিতি, তখন স্বামীর উল্টো পথে হাঁটলেন মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমের খবর, ডোনাল্ড ট্রাম্পকে হার মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন মেলানিয়া। তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন, ফার্স্ট লেডি নাকি স্বামীকে বলেছেন, ‘সময় এসেছে। এবার হার স্বীকার করো’। বিদায়ী প্রেসিডেন্টের জামাইও নাকি তাঁকে পরামর্শ দিয়েছেন, হার মেনে নেওয়ার।
যদিও বাবার সিদ্ধান্তকেই সমর্থন করেছেন ডোনাল্ডের দুই ছেলে।মনে করা হচ্ছে, ট্রাম্প যদি এরকম জেদ ধরে থাকেন, তাহলে বিষয়টিকে হস্তক্ষেপ করতেই হবে সুপ্রিম কোর্ট। আর যতদিন না নিজের হার স্বীকার করছেন ততক্ষণ জো বাইডেনের শপথ গ্রহণ ও হোয়াইট হাউসে প্রবেশও থমকে থাকতে পারে।