স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ নভেম্বর।। আলু পিঁয়াজের পর শনিবার এনফোর্সমেন্ট টিম প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার এবং ফলের মূল্য হ্রাস করতে মহারাজগঞ্জ বাজার অভিযানে চালায়। এদিন রীতিমতো অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করল প্রশাসনিক টিম।
অভিযানে ছিলেন ডিসিএম সহ ইনভারমেন্ট পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিক।অভিযানের মোটা অঙ্কের জরিমানার পর ডিসিএম জানান, এদিন মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ফলের মূল্য স্বাভাবিক আছে কিনা তা খতিয়ে দেখা হয়। পরবর্তী সময়ে খুচরা বাজার মূল্য দেখে পাইকারি ব্যবসায়ীদের মূল্য খতিয়ে দেখা হয় এদিন।
পাইকারি আপেলের মূল্য দেখা যায় ৬০ টাকা থেকে ৭০ টাকা, মুসম্বির আলী ৬০ টাকা থেকে ৬৫ টাকা। আসন্ন দেওয়ালি উৎসবে পাইকারি এবং খুচরো মূল্য সামঞ্জস্য যাতে বজায় থাকে তার জন্য পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করা হয়েছে। বাজার যাতে পুজোর মরশুমে গরিব মানুষের নাগালের বাইরে না চলে যায় তার জন্য আহ্বান জানান প্রশাসনিক টিম বলে জানান। পরে গ্রোসারির দোকানগুলিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রচুর পরিমাণে প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং শব্দবাজি উদ্ধার করে প্রশাসনের টিম।
পাঁচটি দোকানকে জরিমানা করা হয়। সর্বমোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা তুলে প্রশাসনিক টিম। সেইসব ব্যবসায়ীদের জানানো হয়েছে যাতে আগামী দিনে প্লাস্টিক ক্যারি ব্যাগের পরিবর্তে চটের ক্যারি ব্যাগ বা বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ক্যারি ব্যাগ ব্যবহার করে তার জন্য আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অভিযান কতটা কাজে আসবে সেটাই এখন দেখার বিষয়।