অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।।এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে নভেম্বর মাসে। চলতি মাসে সৌরজগতের ৭ টি গ্রহের দেখা মিলবে একসঙ্গে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং নেপচুন-ইউরেনাস দেখা যাবে। ৬ টি গ্রহ খালি চোখেই দেখা যাবে এবং নেপচুন-ইউরেনাসকে দেখতে ব্যবহার করতে হবে দূরবীন। আগামী ১০ নভেম্বর থেকে ভোরের আকাশে বুধের দেখা মিলবে।
পূর্ব আকাশে সূর্যোদয়ের এক ঘণ্টা আগে দিগন্তে দেখা যাবে এই গ্রহটিকে। পাশাপাশি চাঁদের ঔজ্জ্বল্য কমার সঙ্গে সঙ্গে আরও বেশি করে স্পষ্ট হবে ইউরেনাস ও নেপচুন। প্রসঙ্গত, ২০ বছর পরে এই দুই গ্রহকে এক সঙ্গে দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানে এই ঘটনাকে বলা হচ্ছে ‘মহান মিলন’। ১৬২৩ সালের পরে এই প্রথম গ্রহ দুটি এত কাছাকাছি আসবে। চলতি মাসে সৌর পরিবারের সদস্যদের মধ্যে রাতের আকাশে সব চেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রকে। বৃহস্পতি এবং শনি আকারে বড় হওয়ার কারণে সবার আগে ওই দুটি গ্রহ দৃশ্যমান হবে।
গোটা নভেম্বর জুড়ে এই গ্রহগুলিকে রাতের আকাশে দেখা যাবে। তবে শনির বলয় দেখতে চাইলে আপনাকে টেলিস্কোপ ব্যবহার করতে হবে। খালি চোখে তা দেখা যাবে না।