বাইডেন এগিয়ে ২৬৪টি ও ট্রাম্প এগিয়ে ২১৪ টি ইলেক্টরাল ভোটে

অনলাইন ডেস্ক, ৫ নভেম্বর।। সকাল থেকেই সাদাবাড়ির দখলের জন্য চলছে হাডাহাড্ডি লড়াই। আমেরিকায় মোট ৫৩৮টি ইলেক্টরাল কলেজ ভোট। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ভোট। জানা গিয়েছে, বাইডেন এগিয়ে ২৬৪টি ও ট্রাম্প এগিয়ে ২১৪ টি ইলেক্টরাল ভোটে। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, নতুন রেকর্ডের পথে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ‘পপুলার ভোট’তাঁর ঝুলিতে। এ ক্ষেত্রে ২০০৮ সালে বারাক ওবামার প্রাপ্ত ভোটকেও ছাপিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, অ্যারিজোনায় ১১ ইলেক্টরাল ভোটে জেতেন ডেমোক্র্যাটরা। মিনেসোটাতেও ১০টি ইলেক্টরাল ভোট জিতলেন ডেমোক্র্যাটরা। পাশাপাশি হাওয়াইয়ে জয় পেলেন বাইডেন। শুধু তাই নয়, বাইডেন এখনও পর্যন্ত জিতেছেন নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে। হাওয়াই, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়া ।

অন্যদিকে, টেক্সাসে ৩৮ টি ইলেক্টরাল ভোটে জেতেন রিপাবলিকানরা। এদিন ফল ঘোষণা শুরুর দিকে ট্রাম্প টুইটারে সবাইকে ধন্যবাদ জানালেও বেলা বাড়তেই চিত্র বদলে যেতে শুরু করে। সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকিও দেন ট্রাম্প। তবে হাত গুটিয়ে বসে থাকার নয় বাইডেন শিবিরও। তারাও পালটা আদালতে লড়াইয়ে প্রস্তুত বলে হুঁশিয়ারি দেয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?