স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ নভেম্বর।। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ৪১ তম প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে।এখানে সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি সম্পাদকসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পূর্ব আগরতলা অঞ্চল অফিসে ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হয়। রাজধানীর ভানু ঘোষ স্মৃতি ভবন এবং ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।রাজ্যের অন্যান্য স্থান থেকে ও সংগঠনের প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হওয়ার খবর মিলেছে। এদিকে গত পরশু ছাত্রজীবনে সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করা হয়। শিবিরে ৩০ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্ত দান করেন। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক বলেন সংগঠন শুধুমাত্র রাজনৈতিক ক্রিয়াকর্ম নিয়েই কাজ করে না, সামাজিক দায়িত্ব পালনে সংগঠনের প্রতিটি কর্মী দায়িত্বশীল।আগামী দিনেও নানা সামাজিক কর্মসূচি পালনের উদ্যোগ রয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।