স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩ নভেম্বর।। রাজধানী আগরতলা শহরের বটতলা বাজার এর দুটি দোকানে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণ রেশনের চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ওই দোকানে হানা দেয়। হানা দিয়ে যথারীতি ওই দুটি দোকানে রেশনের চাল এর সন্ধান পান মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। অভিযুক্ত দুই দোকান মালিক হলেন প্রান্তিক সাহা এবং কাজল পাল। বড়তলা সবজি বাজার সংলগ্ন এলাকায় তাদের দোকান। প্রশাসনের কর্মকর্তারা দুটি দোকান সিল করে দিয়েছেন। দোকানের মালিকদর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।যদিও দোকানের মালিকরা দাবি করেছেন এসব চাল তাদের বাড়িঘরে খাবারের খাবারের জন্য মজুত রাখা হয়েছে।
কিন্তু মহাকুমা প্রশাসনের কর্মকর্তারা তাদের এই বক্তব্য মানতে নারাজ।দোকানে যে পরিমাণ চাল মজুদ রয়েছে তা কোনোভাবেই বাড়িঘরে খাবার জন্য নয় বলে মনে করেন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা। উদ্ধার করা চালগুলো ন্যায্য মূল্যের দোকান এর মাধ্যমে পুনরায় ভোট তাদের মধ্যে বন্টন এর ব্যবস্থা করা হবে বলেও মহাকুমা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।উল্লেখ্য রাজধানী আগরতলা শহর শহরতলী সহ রাজ্যের বিভিন্ন স্থানে ভোক্তাদের বঞ্চিত করে রেশন শপের একাংশের দিদার বাঁকা পথে চাল খোলা বাজারে বিক্রির জন্য পাচার করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব চোরাকারবারীদের নাগাল পায় না প্রশাসন।
এ যাত্রায় বটতলা বাজারে দুই ব্যবসায়ীর দোকানে রেশনের চাল আটক করতে সক্ষম হয়েছে মহকুমা প্রশাসক।এপ্রণের অভিযান অব্যাহত থাকবে বলে তল্লাশি দলের কর্মকর্তারা জানিয়েছেন।মহকুমা প্রশাসনের কর্মকর্তারা সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছেন কোথাও খোলাবাজারে রেশনের চাল বিক্রি করার নজির সামনে আসলে মহাকুমা প্রশাসনের নজরে আনার জন্য।বেআইনিভাবে কেউ রেশনের চাল দোকানে বিক্রি করার চেষ্টা করলে প্রশাসনের তরফ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।