বিরোধী রাজনৈতিক দলগুলিকে মনস্তাত্ত্বিক ভাবে উদ্বুদ্ধ করলেন পি চিদম্বরম

অনলাইন ডেস্ক, ১ নভেম্বর।। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে মনস্তাত্ত্বিক ভাবে উদ্বুদ্ধ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। বিজেপি হারতে পারে এই আস্থা বিরোধীদের মনের মধ্যে থাকতে হবে। বিহার বিধানসভা নির্বাচনে সেই আস্থার জয় হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার পি চিদম্বরম জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক বিধানসভা নির্বাচন, উপনির্বাচনে দেখা গিয়েছে যে বিজেপির জয়ের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে। নিজের মতন করে এক হিসাব তুলে ধরে পি চিদম্বরম দাবি করেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দেশজুড়ে ৩৮১ বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ৩৩০ বিধানসভা নির্বাচন ছিল এবং বাকি ৫১টি বিধানসভা উপনির্বাচন ছিল।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল ৩১৯টিতে। কিন্তু তার পরবর্তী সময় দেখা গিয়েছে যে নির্বাচনে বিজেপির জয়লাভ পেয়েছে মাত্র ১৬৩। ফলে কে বলেছে বিজেপিকে হারানো যায় না। বিরোধীদের বিশ্বাস করতে হবে যে বিজেপিকে হারানো যায়। বিহার বিধানসভা নির্বাচনে সেই বিশ্বাসের জয় হবে।

কংগ্রেস- আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের জয় হবে। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই গত ২৮শে অক্টোবর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?