স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৩১ অক্টোবর।। এক রাতের বৃষ্টিতে রাঙ্গাপানিয়া নদীর দুপাশে থাকা সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার গভীর রাতে এক পশলা বৃষ্টিতে রাঙ্গাপানি নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর জলে জলমগ্ন হয়ে পড়েছে নদীর দুপাশে থাকা কৃষকদের সবজি ক্ষেত। চরিলামের থালা ভাঙ্গা, বালুয়া ছড়ি, চেচুড়ী মাই, দক্ষিণ চরিলাম এলাকার রাঙ্গাপানিয়া নদীর দুপাশে থাকা সবজির ক্ষেতে জল জমে গিয়েছে। যার ফলে চিন্তিত কৃষকরা। লাউ ক্ষেত, কাঁচা লঙ্কার ক্ষেত, কচু, ঢেঁড়স, ঝিঙ্গা, বেগুন ইত্যাদি ক্ষেত জল মগ্ন হয়ে গেছে।
ফলে সবজি গাছের গোঁড়া গুলি পচে যেতে পারে বলে কৃষকরা দুশ্চিন্তায় ভুগছেন। সবেমাত্র কৃষকরা লাউ বাজারে তুলতে শুরু করেছে। ভালো দাম পাচ্ছে লাওয়ের। একটি লাউ ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি করছে কৃষকরা। আচমকা বৃষ্টির ফলে বর্তমানে মাথায় হাত লাউ চাষিদের। জল অতিদ্রুত জমি থেকে যদি না নামে তাহলে সবজি ক্ষেত পচে যাবে।