রাষ্ট্রীয় একতা দিবসে অরুন্ধতীনগর পুলিশ লাইনে নিরাপত্তা কর্মীরা শপথ বাক্য পাঠ করেন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষকে একটি সুদৃঢ় ও শক্তিশালী দেশ হিসেবে গঠন করতে চেয়েছিলেন৷ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই দিশায় কাজ করছেন এবং ভারতকে একটি সর্বশ্রেষ্ঠ, আত্মনির্ভর, সুদৃঢ় এবং শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন৷

শনিবার বিকেলে অরুন্ধতীনগর পুলিশ লাইনে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে স্বরাষ্ট্র দফতর মূল অনুষ্ঠানটি অরুন্ধতীনগর পুলিশ লাইনে আয়োজন করেছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার পর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছিল৷ ২০১৪ সালে তাঁর জন্মদিনেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐক্যের জন্য দৌড় কর্মসূচির সূচনা করেছিলেন৷

মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি কূটনীতিক কৌশলের মাধ্যমে স্বাধীন ভারতের ৫৬৫টি রাজন্যশাসিত ছোট ছোট প্রদেশগুলিকে বিনাযুদ্ধে ভারতের সাথে সংযুক্ত করেছিলেন এবং ঐক্যবদ্ধ ভারত গঠন করেছিলেন৷ আজও সর্দার বল্লভভাই প্যাটেলের রণনীতি ও রণকৌশলকে পাথেয় করে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করে যাচ্ছেন, দৃঢ়তার সাথে বলেন তিনি৷ তাঁর কথায়, ভারতীয় কৃষ্টি-সংসৃকতি, খাদ্যাভ্যাস, জাতি, ধর্ম, ভৌগোলিক স্থিতি আলাদা হলেও সমস্ত ভারতবাসী একই ঐক্যসূত্রে বাঁধা৷

বৈচিত্রে্যর মধ্যে এই ঐক্যের উপরই ভারতবর্ষ আজও সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে৷ দেশের সেনাবাহিনী, পুলিশবাহিনী এবং সমস্ত দেশবাসী মিলে সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ণ পূরণে এগিয়ে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ আজকের অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ দফতরের প্রধানসচিব বিকে সাহু, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং এবং পুলিশের অন্যান্য আধিকারিকগণ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?