স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ৩১ অক্টোবর।। শান্তিরবাজার মহকুমার দক্ষিন হিছাছড়াস্থিত টি.এস.আর নবম বাহীনির সদর দপ্তর থেকে সাত সকালে উদ্ধার এক টি.এস.আর জওয়ানের ঝুলন্ত মৃতদেহ। ঘটনার বিবরনে জানাযায় জোলাইবাড়ীর দক্ষিন হিছাছড়াস্থিত টি.এস.আর নবম বাহীনির সদর দপ্তরে কর্মরত ছিল মনোজ মালাকার নামে এক জওয়ান। শনিবার সকালে বাহিনির সদর দপ্তর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত জওয়ানের বাড়ি বিলোনিয়া মহকুমার রাজনগর এলাকায়। মনোজ মালাকারের মৃত্যুর খবর পেয়ে বাহিনির সদর দপ্তরে ছুটে আসে তার পরিবারের লোকজন। দীর্ঘ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ডি সি এম রুদ্রদ্বীপ নাথ সহ উচ্চ পদস্ত আধিকারিকরা।
সকলের উপস্তিতিতে ডগ স্কোয়াড এনে তদন্ত ক্রমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অপরদিকে এই মৃত্যু সম্পর্কে মৃত জোওয়ানের পরিবারের পক্ষ থেকে জানানো হয় বাহিনিতে কর্মরত শিশির কুমার দাস পরিকল্পীত ভাবে মনোজ মালাকারকে হত্যা করেছে। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায় মনোজ মালাকার সম্প্রতি বিলোনিয়ায় কর্তব্যরত ছিল। কিছুদিন আগে তাঁকে বাহিনির সদর দপ্তরে নিয়ে আশা হয়। সেখানে তার উপর মানসিক অত্যাচার চালানো হয়। তার পর তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজনদের অভিযোগ। পরিবারের লোকজনদের পক্ষথেকে জানানো হয়ে এই হত্যায় অভিযুক্ত শিশির কুমার দাসের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করা হবে থানায়। এখন দেখার পুলিসের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে।