অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর।। গুজরাতে আরোগ্য বনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দু’দিনের সফরে শুক্রবারই নিজরাজ্য গুজরাতে গিয়েছেন প্রধানমন্ত্রী। ‘আরোগ্য বন’ ছাড়াও তিনি বেশ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। শুধু তাই নয়, স্ট্যাচু অব ইউনিটি পরিদর্শন করবেন।
এদিন সকালেই গুজরাতে পৌঁছন নরেন্দ্র মোদি। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তিনি আহমেদাবাদ বিমানবন্দরে নামেন। সেখানে তাঁকে গুজরাত সরকারের পক্ষ তেকে অভ্যর্থনা জানানো হয়। প্রথমেই তিনি যান গান্ধিনগরে। গুজরাতের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের আত্মীয়দের সাথে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবারই তাঁর মৃত্যু হয়েছিল। এদিন তাঁর পরিবারের সদস্যদের কাছে কেশুভাইয়ের শেষ দিনগুলির খোঁজ নেন মোদি। এরপরেই চলে যান নর্মদা জেলার কেভাদিয়ায়। সেখানে আরোগ্য বনের উদ্বোধন করেন। এরপর বনটি ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। শতাধিক ওষুধি গাছ সহ বনটির লালনপালন শুরু হল। প্রায় ১৭ একর এলাকা জুড়ে ৩৮০টি পৃথক প্রজাতির প্রায় ৫ লক্ষ গাছ রয়েছে।
শুধু তাই নয়, এই বনের ভেতরে পদ্মপুকুর, আলবা বাগান, সুগন্ধী বাগান, যোগব্যায়াম ও ধ্যান উদ্যান, ইনডোর প্লান্ট বিভাগ, ডিজিটাল তথ্য কেন্দ্রও রয়েছে। স্যুভেনিরের দোকান এবং আয়ুর্বেদ খবারেরও একটি ক্যাফেটেরিয়া রয়েছে। প্রধানমন্ত্রী মোদী কেভদিয়ায় ‘একতা মল’ ও শিশু পুষ্টি উদ্যানেরও উদ্বোধন করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী ডায়নামিক ড্যাম লাইটিংয়ের উদ্বোধন করবেন। এরপর স্ট্যাচু অব ইউনিটির ওয়েবসাইট এবং কেভাদিয়া মোবাইল অ্যাপের উদ্বোধন করবেন। তারপর যাবেন স্ট্যাচু অব ইউনিটি পরিদর্শনে।