নতুন প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। আনন্দঘন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কুমারীটিলা লেইকের উন্নয়ন ও সৌন্দর্য্যায়ণে নবনির্মিত পার্কের শুভ উদ্বোধন করেন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস৷ উদ্বোধকের ভাষণে তিনি বলেন, নবনির্মিত এই পার্কটি এলাকার একটি সম্পদ৷ এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলনার উপকরণ রয়েছে৷ যা শিশু সহ অভিভাবকদেরও বিনোদনের সুুযোগ হবে৷ তাই এই সম্পদকে রক্ষণাবেক্ষণ সহ সুুন্দর করে রাখার দায়িত্বও এলাকাবাসীকে নিতে হবে৷ তিনি বলেন, সুুন্দর সমাজ গড়ে তুলতে ছেলেমেয়েদের মূল্যবোধের শিক্ষা নিজের ঘর থেকেই শুরু করতে হবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা বলেন, কুমারীটিলা লেইকের উন্নয়ন ও সৌন্দর্যায়ণের কাজ ২০১৫ সালে শুরু হয়৷ এই পার্কটি নির্মাণে ৩ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয় হয়৷ পার্কটি নির্মাণে এলাকাবাসী সহ সমস্ত স্তরের মানুষ সহযোগিতায় এগিয়ে এসেছেন৷ মেয়র পারিষদ ক’ষ্ণা মজমদার তার ভাষণে বলেন, এলাকাবাসীদের বহুদিনের দাবি ছিল লেইকের সংস্কার করে পার্ক নির্মাণ করার৷ এই স্বপ পূরণ হওয়ায় এলাকাবাসীদের জন্য নিশ্চয় আজ একটি আনন্দের দিন৷ পাশাপাশি এই পার্কটিকে রক্ষণাবেক্ষণের জন্য এলাকাবাসীকে দায়িত্ব নেওয়ার আহ্বানও জানান তিনি৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণে আগরতলা পুর নিগমের কমিশনার ড. শৈলেশ কুমার যাদব বলেন, এই প্রকল্প রূপায়ণের আগে লেইকটি সম্পর্ণভাবে আবর্জনার একটি ডাম্পিং সেন্টার ছিল৷ এটা পরিস্কার করে পুনরায় খনন করে সৈন্দর্যায়ণ করা হয়৷ এই লেইক ও পার্কের আয়তন ১২,২৭৮ বর্গমিটার৷ লেইকের চারপাশে হাঁটার উপযোগী পথ তৈরী করা হয়েছে৷ যার দৈর্ঘ্য ৬২০ মিটার৷ লেইকের চারদিককে সুুসজ্জিতভাবে আলোকিত করার লক্ষ্যে ৪৪২ টি এল ই ডি লাইট লাগানো হয়েছে৷ পার্কে শিশুদের জন্য দোলনা, স্প্লাইড, টুইস্টার, ক্রশ ট্রেইনি ইত্যাদি খেলনার উপকরণ রয়েছে৷ এছাড়াও পার্কের চারিদিকে সি সি টি ভি লাগানো হয়েছে৷ পার্কটিকে সুুন্দর ও সুুরক্ষিত করে রাখার জন্য এলাকাবাসীরপ্রতি আহ্বান জানান তিনি৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ ফুলন ভট্টাচার্য এবং নগরোন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে৷