অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। এনআইএ দফতরে ফোন করে হুমকি দেওয়া হল মুম্বই ও দিল্লিতে জঙ্গি হামলার। জানা গিয়েছে, পাকিস্তানের একটি নম্বর থেকে এই ভুয়ো ফোন কলটি এসেছিল।সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সোমবার এই বিষয়ে একটি তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টা নাগাদ এনআইএর কন্ট্রোল রুমে ৩টি ফোন আসে। সেখানে বলা হয়, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ও তার ভাই ২২ জন জঙ্গির একটি দল গঠন করেছে। মুম্বই বন্দর ও দিল্লিতে হামলার চক্রান্ত করা হয়েছে।পরে তদন্তে নেমে এনআইএ জানতে পারে এই তিনটি ফোনই এসেছিল পাকিস্তান থেকে। যদিও হামলার হুমকিগুলি ভুয়ো ছিল।