অনলাইন ডেস্ক, ২৭ অক্টোবর।। রুপোর ফলকে এবার মুড়ে ফেলা হবে পুরীর প্রাচীন জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ-সহ সমস্ত কাঠের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, দরজায় রুপোর নকশা চূড়ান্ত করতে ১৭ সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। আজ, মঙ্গলবার কাজের খুঁটিনাটি নিয়ে বৈঠকে বসবে কমিটি। সূত্রের খবর, এই কাজে ব্যবহার করা হবে ২,৫০০ কেজি রুপো। মুম্বইয়ের এক ভক্ত এই রূপো দান করেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শতাব্দী প্রাচীন দরজাগুলি ক্ষয়ে গিয়েছিল। এমন অবস্থা দাঁড়িয়েছিল যে, প্রতিদিন সেগুলিতে তালা লাগাতে গিয়ে সমস্যায় পড়তেন মন্দিরের সেবাইতরা। পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক (উন্নয়ন) অজয় জেনা জানিয়েছেন, সেগুলির বদলানো হবে বার্মা টিক কাঠের দরজা দিয়ে। মালয়েশিয়া থেকে ওই দরজার কাঠ আমদানি করা হবে। নতুন দরজার কাঠও ওই ভক্তের সৌজন্যেই। নরসিংহ মন্দির দ্বার, বেহেরানা দ্বার, পশ্চিম ভোগমণ্ডপ দ্বার, জয়বিজয় দ্বার, বিমলা মন্দির দ্বার, কালাহাট দ্বার এবং মহালক্ষ্মী মন্দিরের দ্বার ২,৫০০ কেজি রুপোর পাত দিয়ে ঢেকে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, কাঠের দরজার খোদাই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ১৫.৩২ কোটি টাকা মূল্যের রুপোর পাতগুলি স্ট্রং রুমে সুরক্ষিত থাকবে। প্রাথমিক দফায় জয় বিজয় দ্বার, কালাহাট দ্বার ও বেহেরানা দ্বার রুপোর পাত দিয়ে মুড়ে ফেলা হবে বলে মন্দির সূত্রে খবর।