অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর।। করোনাজনিত পরিস্থিতির কারণে এবার গোটা দেশেই উৎসব পালনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দুর্গাপুজো ও দশেরার ক্ষেত্রেও জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এবার উৎসবে সেভাবে মেতে উঠতে পারছেন না।
সোমবার গোটা দেশজুড়ে দশেরা পালিত হবে। কিন্তু এবার দেশের প্রায় সর্বত্রই দশেরা পালনেও জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। অত্যন্ত অনাড়ম্বরভাবেই দেশের কিছু অঞ্চলে এবার দশেরা পালিত হতে চলেছে।
তবে অন্যান্যবারের মতো এবারও মহীশুরে দশেরা উৎসব পালন করা হবে। মহীশুরের দশেরা উৎসব বিশ্ব বিখ্যাত। এই উৎসবে এবার আড়ম্বর খুবই কম। সাধারণত মহীশুরে দশেরা দেখতে দেশ-বিদেশের বহু মানুষ হাজির হন। তবে এবার সেই ভিড় একেবারেই নেই। মহীশুরের দশেরা উৎসবে বিশেষ আকর্ষণ হাতি। লম্বা লাইন করে হেঁটে যায় হাতির দল। এবারও মহীশুরে এসে উপস্থিত হয়েছে হাতির দল। নিয়ম মেনে তাদের স্থানীয় দরগায় নিয়েও যাওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার মহীশুরের দশেরা উৎসবে কোনও জনসমাগম করা যাবে না। যে কয়জন হাতেগোনা মানুষ থাকবেন তাদের সকলকেই মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরতে হবে। উদ্যোক্তাদের বলা হয়েছে, এলাকাটি একটি নির্দিষ্ট সময় অন্তর যেন জীবাণুমুক্ত করা হয়। অন্যদিকে হিমাচল প্রদেশের কুলু, অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া, চন্ডীগড় এবং ওড়িশার ভুবনেশ্বরে দশেরা উৎসব পালিত হবে। তবে নিতান্তই অনাড়ম্বরভাবে।
বিজয়ওয়াড়ায় কনক দুর্গা দেবীর সামনে দশেরা উৎসব পালিত হয়। কিন্তু এবার সেখানেও মহীশুরের মতোই একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশের কুলু বা ভুবনেশ্বরের দশেরা উৎসবেও সেভাবে কোন ধুমধাম হচ্ছে না। মহারাষ্ট্রের নাগপুরে দশেরার অনুমতিই মেলেনি। উল্লেখ্য দশদিন ধরে এই উৎসব পালন হয় বলে এর নাম দশেরা। বিজয়া দশমীর দিন রাবণ বধের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।