স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ অক্টোবর।। পরিবহন শ্রমিক কল্যাণ পরিষদ গঠন করে শ্রমিকদের পারিবারিক এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করা, পেট্রোল, ডিজেল, সিএনজি মূল্যবৃদ্ধি অনুযায়ী যাত্রী ভাড়া বৃদ্ধি করা, মোটর স্ট্যান্ড গুলি যাত্রী সেড এবং শৌচালয় আধুনিকীকরণ করা সহ ৭ দফা দাবিতে মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সম্মুখ থেকে প্রদেশ ভারতীয় মজদুর সংঘ একটি মিছিল শহরের সংঘটিত করে। মিছিলের মূল দাবি ছিল ৭ দফা দাবির শ্রমিকদের স্বার্থ পূরণ করার। পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল মহাকরণে পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সাথে সাক্ষাত করে দাবিগুলির উত্থাপন করেন।
পরিবহনমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান দাবিগুলি অবশ্যই বিবেচনা করে দেখা হবে। এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক অসীম দত্ত, সভাপতি শংকর দেব, সুমন শীল, ডি কলই। পাশাপাশি পরবর্তী সময় দপ্তরের সচিব -এর কাছে ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দল।