উদয়পুর, ২৪ এপ্রিল : গোমতী জেলার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছে বৃহস্পতিবার। জেলা শাসকের নির্দেশে ডিসিএম এবং কর্মচারীরা এই প্রণামী বাক্সের টাকা পয়সা গণনা করছেন। জানা গিয়েছে বিভিন্ন দেশের মুদ্রা, ডলার এবং টাকা এই প্রণামী বাক্স গুলিতে পাওয়া গিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি গোমতী জেলার উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল জেলা শাসকের নির্দেশে। তখন বাক্সে প্রায় ১২ লক্ষ টাকা জমা পড়েছিল বলে জানান গোমতী জেলা শাসকের অফিসের ডিসিএম কালিদাশ ঘোষ। তিনি আরো জানান ঠিক দুই মাস পর আবার গোমতী জেলা শাসকের নির্দেশ মতে বৃহস্পতিবার মায়ের ১৬টি প্রণামী বাক্স খোলা হয়েছে। রাত আনুমানিক আটটা বাজতে পাড়ে গণনা শেষ হতে।
ডিসিএম কালিদাশ ঘোষ জানান মায়ের মন্দিরের প্রণামী বাক্সের টাকা মায়ের মন্দিরের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। আজকের প্রণামী বাক্সে বাংলাদেশ, নেপাল, আমেরিকা, সৌদি আরব সহ বিদেশী ডলার, মুদ্রা ও টাকা পাওয়া গেছে বলে জানা যায়।