উদয়পুর, ২১ এপ্রিল : রাস্তার পাশে শিশুকন্যা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোমতী জেলার উদয়পুরে৷ ওই শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে হোমে৷ পুলিশ এবং লিগ্যাল সার্ভিস অথরিটি শিশুটির পরিচয় এবং অভিভাবকদের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে৷
আর কে পুর থানার পুলিশ সোমবার জানিয়েছে, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের ব্রহ্মাবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি শিশুকন্যাকে ঘুরাফেরা করতে দেখেন স্থানীয়রা৷ বিষয়টি প্রথমে কেউই গুরুত্ব দেননি৷ সন্ধ্যার পরও যখন শিশুকন্যাকে রাস্তায় এদিক ওদিক ঘুরাফেরা করতে দেখেন স্থানীয়রা তখন খবর দেওয়া হয় আর কে পুর থানায় এবং লিগ্যাল সার্ভিস অথরিটিকে৷
পুলিশ এবং লিগ্যাল সার্ভিস অথরিটির কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিশুকন্যাকে উদ্ধার করে নিজেদের হেপাজতে নেয়৷ পরে রাতেই শিশুকন্যাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ শিশুটির বয়স আনুমানিক চার-পাঁচ বছর৷ সে পরিস্কারভাবে নাম ঠিকানা বলতে পারছে না৷ তবে স্থানীয়দের ধারণা কোন ইটভট্টায় কর্মরত শ্রমিকের সন্তান হবে হয়তো৷