আগরতলা, ১৮ এপ্রিল : ফের আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মাহি আক্তার মিম (১৯ )(কাল্পনিক নাম), বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় এবং সোনালী আক্তার (৩৮ )(কাল্পনিক নাম), বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন এবং কলকাতা হয়ে মুম্বই যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসেন।
বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্ত এলাকা দিয়ে ফের শুরু হয়েছে অনুপ্রবেশের ঘটনা। আগরতলা রেল স্টেশনে দুই বাংলাদেশি মহিলা নাগরিকের গ্রেফতারের এই ঘটনার প্রমাণ। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ রেল স্টেশন থেকে ওই দুই বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে।
জানা গেছে, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও বিএসএফ আধিকারিকরা যৌথভাবে রেল স্টেশনে নজরদারি চালায়। দুই মহিলাকে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে প্রথমে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে উল্লেখ করলেও পরে স্বীকার করেন তারা বাংলাদেশি নাগরিক।
ধৃতদের মধ্যে একজনের নাম মাহি আক্তার মিম। বয়স আনুমানিক ১৯ বছর এবং অপরজনের নাম সোনালী আক্তার। বয়স আনুমানিক ৩৮ বছর। মাহির বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায় এবং সোনালীর বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়।
শুক্রবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃতদের কাছ থেকে একটি আইফোন, কয়েকটি ভাঙ্গা স্মার্ট মোবাইল ফোন, ভারত এবং বাংলাদেশের কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিএনএস, আইপিপি এবং ফরেনার এক্টে মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি। জিআরপি থানার ওসি আরো জানান, ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, বাংলাদেশের দালাল সেলিম এবং সুমনের সহযোগিতায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করেছেন। কোন সীমান্ত ডিঙিয়ে তারা ত্রিপুরায় অনুপ্রবেশ করেছেন তা তদন্তের সার্থে এখনই বলতে নারাজ ওসি। এই অনুপ্রবেশের ঘটনায় তাদের সাহায্যকারী ভারতীয় দালালদের নামধাম জানতে ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি তাপস দাস।