ওয়াকফ সংশোধনী বিলকে ‘ইউনিক’ বললেন বিজেপি নেতা অনিল কে এন্টোনি

আগরতলা, ১৭ এপ্রিল : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির ভূমিকা দুঃখজনক। এই ধরনের নেতিবাচক ভূমিকার তীব্র নিন্দা জানালেন ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সম্পাদক অনিল কে এন্টোনি। বৃহস্পতিবার আগরতলায় প্রদেশ বিজেপি আয়োজিত ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচিতে সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

ওয়াকফ সংশোধনী বিলকে ইউনিক বলে আখ্যায়িত করলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক অনিল কে এন্টোনি। প্রদেশ বিজেপি আয়োজিত ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানে বক্তব্য রাখতে বৃহস্পতিবার তিনি রাজ্য সফরে আসেন। এখানে সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে এন্টোনি জানান, সম্প্রতি লোকসভায় এবং রাজ্যসভায় এই বিল পাস হয়েছে। এটি একটি ইউনিক বিল। যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গরীব মুসলিমদের উপরে তোলার বিরাট সুযোগ রয়েছে।

সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান, পূর্বতন ইউপিএ সরকারের সময় সাচার কমিটি নামে একটি কমিটি ছিল। এই সাচার কমিটির রিপোর্ট অনুসারে সারা দেশে মোট ৩৭ লক্ষ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে, যা বিশ্বের সর্ববৃহৎ প্রাইভেট ল্যান্ড ব্যাঙ্কও বটে। ইউপিএ জামানায় এই ওয়াকফ বোর্ডে দুর্নীতি প্রবেশ করে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ওয়াকফ বোর্ডকে আধুনিক করার উদ্যোগ গ্রহণ করেন এবং সম্প্রতি লোকসভায় এবং রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস করানো হয়।

তিনি জানান, এই বিল অনুসারে আগামী ৬ মাসের মধ্যে সব ওয়াকফ সম্পত্তি অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরো জানান, পূর্বতন ইউপিএ সরকার সংবিধানের অনুচ্ছেদ ৪০ অনুসারে চুক্তি করে ওয়াকফ বোর্ডকে আরবেটরি ক্ষমতা প্রদান করে। এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে কেউ আদালতে বিচার চাইতে পারত না। তাদের ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হত। ফলে মানুষ বিচার পেতেন না। এখন নতুন এই বিলে সব আইনি বেড়াজাল থেকে ওয়াকফ বোর্ডকে মুক্ত করা হয়েছে। এখন মুসলিমদের আইনের অধিকার দেওয়া হবে। তারা এখন বিচার পাবেন। পাশাপাশি ওয়াকফ বোর্ড থেকে সর্বোচ্চ সুবিধা পাবেন।

বিজেপির সর্বভারতীয় সম্পাদক জানান, সারা দেশে যখন এই নিয়ে এক বৈপ্লবীক কর্মসূচি শুরু হাতে চলছে ঠিক তখন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা ভিত্তিহীন নানান অভিযোগ তুলতে শুরু করেছে। বিষয়টি নিয়ে তারা দেশে হিংসার বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। এই ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, ভারতীয় জনতা পার্টি এর তীব্র নিন্দা জানায়।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত সংকল্প যাত্রায় এগিয়ে চলার এক ঐতিহাসিক সিদ্ধান্ত ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে বিরোধীরা জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস করছে। এই অবস্থায় বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বের সিদ্ধান্তক্রমে রাজ্যে আগামী ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে। সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?