পুলিশ কনস্টেবলের মেরিট লিস্টে ওয়েটিং লিস্ট অন্তর্ভুক্তির দাবি চাকরিপ্রার্থীদের

আগরতলা, ১৭ এপ্রিল : ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে নিয়োগে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা।বৃহস্পতিবার চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীর নিকট এই আবেদন জানান। পাশাপাশি তারা রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে এই দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করেন।

২০২২ সালে ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে আবেদনপত্র আহ্বান করা হয়। এরপর শারীরিক, লিখিত এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অবশেষে দীর্ঘ তিন বছর বাদে ২০২৫ সালের ৩ এপ্রিল সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষার ফলাফল তথা মেরিট লিস্ট প্রকাশ করা হয়।

মেরিট লিস্ট প্রকাশিত হবার পর দেখা যায় অনেকেই এই সময়ের মধ্যে অন্য দপ্তরে চাকরি পেয়ে গেছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবি জানালেন চাকরিপ্রার্থীরা। এদিন তারা রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে সমবেত হন। তাদের মধ্যে একজন জানান, পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই লিস্টের অনেকেই বিভিন্ন দপ্তরে চাকরি পেয়ে গেছেন।যারা অন্যত্র চাকরি পেয়ে গেছেন তারা সেই চাকরি ছেড়ে পুলিশের চাকরিতে জয়েন করবেন না। এই ক্ষেত্রে এই পদগুলি শূন্য থাকবে। এই শূন্যপদ পূরণে ওয়েটিং লিস্ট প্রকাশের জন্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানান তারা।

তাদের আরো আবেদন, মুখ্যমন্ত্রী যদি এই ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করেন তবে তাদের মত অনেক পরিবার বেঁচে যাবে। এদিন চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশেকর নিকট সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হয় বলে জানান তিনি।

এদিন চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে আরো জানানো হয়, সম্প্রতি রাজ্য সরকার ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে আরও ৯১৬ টি পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে। এই ক্ষেত্রে বয়স যদি কিছুটা শিথিল করা হয় তবে তারা পুনরায় সেই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। বিষয়টি বিবেচনা করে দেখার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট আবেদন জানান তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?