জিবি বাজারে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

আগরতলা, ১৬ এপ্রিল : রাজধানী আগরতলা শহরে যানজট নিয়ন্ত্রণ এবং যান সন্ত্রাস রুখতে ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিট। বুধবার রাজধানীর জিবি বাজার এলাকা থেকে শুরু হয়েছে এই অভিযান।

এদিন ট্রাফিক ইউনিট বিশাল পুলিশ বাহিনী নিয়ে জিবি বাজার এলাকায় অভিযানে নামে। অভিযান চলাকালীন বেআইনি পার্কিং করার জন্য একটি বাইক ক্রেনের মাধ্যমে লিফটিং করা হয়। জিবি বাজার এলাকায় ফুটপাথ দখল করে রাখা ব্যবসায়ীদের সামগ্রীগুলি সড়িয়ে দেওয়া হয়। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি স্বপন সরকার।

এই বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি জানান, ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে। শহরকে যানজট মুক্ত করা, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই বিশেষ অভিযানের প্রধান লক্ষ্য।

ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি আরও জানান, সিসিটিভির ক্যামেরা থেকে বাঁচতে অনেক বাইক চালকরাই বাইকের নম্বর বিকৃত করছেন। এই ধরনের অভিযোগ তাঁরা পেয়েছেন এবং একাধিক বাইক চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে জনগণকে সতর্ক এবং সচেতন থাকার জন্য আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মাঝেমধ্যে অভিযান চালায়। কিন্তু পথ চলতি জনগণের দাবি, এই ধরনের অভিযান নিয়মিত করতে হবে। তবেই শহর আগরতলা বেআইনি পার্কিং মুক্ত এবং যানজট মুক্ত হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?