আগরতলা, ১৬ এপ্রিল : জাতীয় শিক্ষানীতি ২০২০ সম্পূর্ণ বাতিল করার দাবি জানাল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (এআইএসইসি)। বুধবার আগরতলায় সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন।
সংগঠনের কর্মকর্তারা দাবি করেন জাতীয় শিক্ষানীতি ২০২০ সারা দেশ সহ ত্রিপুরা রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিপর্যয় ডেকে এনেছে। এই শিক্ষানীতি যা কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে প্রণয়ন করেছে। সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দেশের রেনেশা আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পি সি রায়, স্যার আশুতোষ, জ্যোতিবারাও ফুলে প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান-ধারণার সম্পূর্ণ বিপরীত।
সংগঠনের কর্মকর্তারা অভিযোগের সুরে বলেন, এই শিক্ষানীতির মাধ্যমে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে বসবে এই দাবি করে শিক্ষার আর্থিক দায়িত্ব ক্রমাগত অস্বীকার করছে। অতীতের সকল কেন্দ্রীয় শিক্ষা কমিশনের সুপারিশ কেন্দ্রীয় বাজেটের অন্তত ১০ শতাংশ ও জিডিপি-র ৬ শতাংশ শিক্ষার জন্য খরচ করতে হবে তা পদদলিত করে বর্তমান বছরে শিক্ষা বাজেট হ্রাস করতে করতে ২.৫ শতাংশে ও জিডিপি ৩ শতাংশে নামিয়ে এনেছে। ফলে শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণ হয়েছে লাগাম ছাড়া।