পেঁচারথল, ১৩ এপ্রিল : চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু পালিত হল ঊনকোটি জেলার পেঁচারথলে। সবার সাথে বিজুতে সামিল হলেন মন্ত্রী তথা এলাকার বিধায়ক সান্ত্বনা চাকমা।
ত্রিপুরার জনজাতি চাকমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম বিজু উৎসব। মূলত ফুল বিজু, মূল বিজু এবং গুচ্ছপুচ্ছ বিজুর মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসব পালন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রবিবার ছিল বিজু উৎসবের প্রথম দিন তথা ফুল বিজু। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঊনকোটি জেলার পেঁচারথলেও এদিন উদয়ন বৌদ্ধ বিহারের উদ্যোগে আয়োজন করা হয় ফুল বিজু উৎসবের।
এদিন হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে উৎসবে সামিল হন মন্ত্রী তথা পেঁচারথল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সান্ত্বনা চাকমা। ফুল বিজু উপলক্ষে এদিন এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা সংগঠিত হয় রেলি। নিজেদের ধর্মীয় সংষ্কৃতি মেনে ফুল হাতে রেলি করে এদিন সবাই পৌঁছান গ্রামের দেও নদীতে। সেখানেই নদীর জলে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠান সম্পর্কে সান্ত্বনা চাকমা জানান, চাকমা সম্প্রদায়ের সংষ্কৃতিকে টিকিয়ে রাখতেই এই উৎসবের আয়োজন। আগামীদিনেও এই ধারা অব্যাহত রাখতে এমন প্রয়াস জারি রাখার বার্তা দেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।