তেলিয়ামুড়া, ১১ মার্চ : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এস.বি.আই. কর্মী সেজে এক রিক্সা শ্রমিকের কাছ থেকে প্রায় চার লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে খোয়াই জেলার তেলিয়ামুড়া শহরের জৈনক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসে মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এস.বি.আই তেলিয়ামুড়া শাখার সামনে।
প্রতারনার শিকার হওয়া রিক্সা শ্রমিকের অভিযোগ, ব্যাঙ্কে ওই রিক্সা চালকের জমাকৃত অর্থ “ফিক্সড ডিপোজিট” করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী নিজেকে এস.বি.আই শাখার কর্মী পরিচয় দেয়। ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট ৪ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্কর বাবু যখন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন তিনি প্রত্যক্ষ করেন মাত্র নয় হাজার টাকা অ্যাকাউন্টে রয়েছে।
পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়। ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ প্রতারক ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। মহিলা স্বীকার করেন তার জালিয়াতির ঘটনা। এদিকে অসহায় ওই রিক্সা চালক সারা জীবনের জমাকৃত শেষ সম্বল ফিরে পেতে পুলিশের নিকট আর্জি জানান।