উদয়পুর, ১১ মার্চ : মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষী কলা ক্ষেত্রে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী ও দক্ষিণ জেলার জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় একদিনের কর্মশালা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, সচিব কিরণ গিত্যে, শশী কুমার, অভিষেক সিনহা সহ চার জেলা জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।
কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যটা ছোট হলেও এখানে বহু প্রতিভাবান আধিকারিকরা আছেন যারা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা আশা করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে আমবাসায়ও চারটি জেলা নিয়ে একদিনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজকে মন্দির নগরী উদয়পুরে চার জেলার আধিকারিকদের নিয়ে কিভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাকে মহকুমা ভিত্তিক করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন কর্মকর্তাদের উদ্দেশ্যে। একটি কর্মশালায় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পূর্ত, সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচিগুলি এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তুলে ধরেন।