শূকরের স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকদের নিয়ে আগরতলায় সেমিনার

আগরতলা, ১১ মার্চ : ত্রিপুরা থেকে শীত বিদায় নিয়েছে অনেক আগেই। বর্তমানে চলছে বসন্তকাল। তারপরেই শুরু হবে গ্রীষ্মকাল। শীতের বিদায় ক্ষণের সময় থেকেই পরিবেশের তারতম্যের দরুন শূকর ক্লাসিকেল সোয়াইন ফিভারে আক্রান্ত হয়। এর থেকে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময়ে শূকরকে চিকিৎসা পরিষেবার মধ্যে রাখলে এই ভাইরাস ঘটিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। আর এই লক্ষ্যকেই সামনে রেখে মঙ্গলবার রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শূকরের বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে রাজ্য ভিত্তিক সেমিনারের আয়োজন করেছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর।

এই সেমিনারে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা ডাঃ এন কে চঞ্চল এবং বহিঃরাজ্য থেকে আগত প্রাণী বিশেষজ্ঞরা। রাজ্যভিত্তিক সেমিনার প্রসঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যে মাংসের চাহিদা প্রচুর। মোট জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ মানুষই মাংস খান। এই ক্ষেত্রে শূকরের মাংসের চাহিদা অত্যন্ত বেশি। এই সময়ে শূকরকে ক্লাসিকাল ফিভারের হাত থেকে রক্ষা করতে রাজ্যের প্রাণী চিকিৎসকদের কি করা উচিত সে সম্পর্কে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, এখন পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লু এর প্রভাব নেই। কিন্তু প্রিভেনশন ইজ বেটার দেন কিউর -এই নীতিতে এগুচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। তাই এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। এর থেকে রাজ্যের প্রাণী চিকিৎসকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজ্যভিত্তিক এই সেমিনারে গুয়াহাটি থেকে আগত ডাক্তার এন এন বর্মন, বিজয় সারদানা, কলকাতা থেকে আগত বিজ্ঞানী ডাঃ অর্ণব সেন, বেঙ্গালুরু থেকে আগত বিজ্ঞানী ডাঃ এস এস পাটিল প্রমুখ বক্তব্য রাখেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?