আগরতলা, ৮ মার্চ : বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ হারালেন ষাট বছরের বৃদ্ধ৷ দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে পশ্চিম জেলার আমতলি থানার অধীন সূর্যমণিনগর এলাকায়৷ মৃত ব্যক্তির নাম নিত্যলাল সূত্রধর৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷
জানা গিয়েছে, পেশায় কাঠমিস্ত্রী নিত্যলাল সূত্রধর বাইসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ তখন বেপরোয়া একটি বাইক দ্রুত বেগে ছুটে গিয়ে নিত্যলাল সূত্রধরের বাইসাইকেলে ধাক্কা দেয়৷ তাতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে যান৷ গুরুতর আহত হন তিনি৷ আশেপাশের লোকজন শব্দ শুনে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় নিত্যলাল সূত্রধরকে উদ্ধার করে হাপানিয়াস্থিত টিএমসিতে নিয়ে যায়৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে নিত্যলাল সূত্রধরকে মৃত বলে ঘোষণা করেন৷ এদিকে পরিবারের লোকজন বিষয়টি আমতলি থানাকে অবহিত করেছে৷ স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই চালক বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে৷